You dont have javascript enabled! Please enable it!

ছনদহ রাজাকার ক্যাম্প অপারেশন (বেড়া, পাবনা)

ছনদহ রাজাকার ক্যাম্প অপারেশন (বেড়া, পাবনা) পরিচালিত হয় ২৯শে সেপ্টেম্বর। ২৭শে সেপ্টেম্বর ভিটাপাড়া রাজাকার ক্যাম্প যুদ্ধ-এ যে-সকল মুক্তিযোদ্ধা অংশ নিয়েছিলেন মূলত তাঁরাই এ ক্যাম্প অপারেশনে অংশগ্রহণ করেন। এতে নেতৃত্বে দেন সেকশন কমান্ডার ও এলএমজি ম্যান নামে খ্যাত মো. শাহজাহান আলী। অপারেশনে একজন রাজাকার – নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়।
সেপ্টেম্বরের শেষদিক থেকে রাজাকারদের মনে মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যাপক ভীতি কাজ করতে থাকে। ফলে সন্ধ্যার পর ক্যাম্প ছেড়ে তারা কোথাও বের হত না। জোড়গাছা ইউপি চেয়ারম্যান শামসুল হক ছিল ছনদহ রাজাকার ক্যাম্পের প্রধান পৃষ্ঠপোষক। ফলে মুক্তিযোদ্ধারা চেয়ারম্যানের বাড়িতেই প্রথম হানা দেন। কিন্তু শামসুল চেয়ারম্যান বাড়িতে না থাকায় আক্রমণ থেকে রক্ষা পায়। এরপর মুক্তিযোদ্ধারা ছনদহ রাজাকার ক্যাম্প আক্রমণ করেন। মুক্তিযোদ্ধাদের আসার খবর পেয়ে রাজাকাররা যুদ্ধ না করেই পালাতে থাকে। পলায়নরত রাজাকারদের একজন মুক্তিযোদ্ধাদের গুলিতে নিহত হয়। এ আক্রমণের পর বেশ কয়েকটি রাইফেল মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়। এ অপারেশনের পর কমান্ডার মো. শাহজাহান আলী তাঁর দল নিয়ে শাহজাদপুর থানার দাউদকান্দি গ্রামে আশ্রয় নেন। [মো. ছাবেদ আলী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!