চেহেলগাজী মাজার স্মারক ভাস্কর্য (দিনাজপুর সদর)
চেহেলগাজী মাজার স্মারক ভাস্কর্য (দিনাজপুর সদর) ১৯৭২ সালের ৬ই জানুয়ারি দিনাজপুর মহারাজা স্কুল ট্র্যাজেডিতে শহীদ এবং মাজার প্রাঙ্গণে সমাহিত মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশে নির্মিত একটি সমাধিসৌধ। এটি নির্মিত হয়েছে এরিয়া সদর দপ্তর, রংপুর-এর নির্দেশনা, স্টেশন সদর দপ্তর, সৈয়দপুর-এর তত্ত্বাবধান এবং গ্যারিসন ইঞ্জিনিয়ার, সৈয়দপুর সেনানিবাস-এর ব্যবস্থাপনায়। তৎকালীন সেনাপ্রধান লে. জেনারেল আবু সালেহ্ মোহাম্মদ নাসিম, বীর বিক্রম- পিএসসি ১৯৯৪ সালের ১৫ই নভেম্বর ভাস্কর্যটির উদ্বোধন করেন। ভাস্কর্যটি চারমুখ-খোলা একটি ডিম্বাকৃতি গৃহের মতো। এর ছাদের ওপর রয়েছে পাঁচটি স্তম্ভ। সম্পূর্ণ ভাস্কর্যটি লাল ইটের তৈরি, যা মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে নির্দেশ করছে। দিনাজপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ভাস্কর্যটির গুরুত্ব অপরিসীম। [মাসুদুল হক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড