You dont have javascript enabled! Please enable it!

চুকনগর স্মৃতিস্তম্ভ (ডুমুরিয়া, খুলনা)

চুকনগর স্মৃতিস্তম্ভ (ডুমুরিয়া, খুলনা) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় অবস্থিত। ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর গ্রামে সংঘটিত চুকনগর গণহত্যা-র স্মৃতি ধরে রাখার জন্য এ স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। খুলনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে খুলনা-সাতক্ষীরা সড়কের পাশে চুকনগর বাজার। এ বাজার সংলগ্ন অন্তত এক বর্গকিলোমিটার এলাকা জুড়ে ২০শে মে এ গণহত্যা সংঘটিত হয়। চুকনগর বাজার ও সংলগ্ন বেশকিছু স্থানে পাকিস্তানি সেনারা এ গণহত্যা চালায়। স্থানসমূহ হলো— চুকনগরের পার্শ্ববর্তী ভদ্রা নদী, চুকনগর কালী মন্দির, একটি বৃহৎ বটগাছ, চুকনগর বাজারের মাঠ, রাস্তা, চুকনগর, পুটিমারি ও মালতিয়া গ্রাম, পুটিমারির বৃহৎ বিল, দাসপাড়া, সংলগ্ন চার- পাঁচটি পুকুর ও বাগান। এ গণহত্যায় কয়েক হাজার লোক নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।
চুকনগর গণহত্যায় নিহতদের অনেকের মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছিল। কিছু মরদেহ চুকনগর কলেজের পাশে গণকবরে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে চুকনগর গণহত্যার স্থলে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। প্রতিবছর ২০শে মে স্থানীয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। [দিব্যদ্যুতি সরকার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!