You dont have javascript enabled! Please enable it! 1971.04.13 | শান্তি কমিটির সমাবেশ ও মিছিল - সংগ্রামের নোটবুক

১৩ এপ্রিল, ১৯৭১ঃ শান্তি কমিটির সমাবেশ ও মিছিল

শান্তি কমিটি গঠনের পর সামরিক সরকারের অর্থায়নে ও পৃষ্ঠপোষকতায় এই দিনে সমাবেশ ও মিছিল করে। মিছিলটি বাইতুল মোকাররম মসঝিদ থেকে শুরু হয়ে পুরান ঢাকায় গিয়ে শেষ হয়। ১৩ এপ্রিলের এ মিছিলের সামনের কাতারে ছিলো প্রাদেশিক জামাত সভাপতি গোলাম আযম, প্রাদেশিক কাউন্সিল মুসলিম লীগ সভাপতি খাজা খয়ের উদ্দিন, পিডিপি ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলী, কাউন্সিল মুসলিম লীগ ভাইস প্রেসিডেন্ট একিউএম শফিকুল ইসলাম, জামাতের জনাব সাদ উদ্দিন, পাকিস্তান দরদী সংঘ সভাপতি এ.টি. সাদী, কাউন্সিল মুসলিম লীগ সাধারন সম্পাদক আবুল কাসেম, পিডিপি এর আব্দুল জব্বার খদ্দর, আজিজুল হক,একে রফিকুল হোসেন, জুলমত আলী, কেএসপি সভাপতি এএসএম সোলায়মান, ইসলামী গণতন্ত্রী দল সভাপতি মেজর আফসার উদ্দিন, আতাউল হক, অ্যাডভোকেট শফিকুর রহমান, কবি বেনজীর আহমদ, জমিয়ত এর পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া, কাইউম মুসলিম লীগের সাবেক নেতা খান আব্দুস সবুর খান। মিছিল শুরু হলেই ঝড়ের মদ্ধে পরে ফলে অনেকেই বায়তুল মোকাররমে এবং জিন্নাহ এভিনিউ এর দোকান পাটে আশ্রয় নেয়। মিছিলের সামনের ভাগ যখন সদরঘাট পিছনের ভাগ তখন জিন্নাহ এভিনিউ তে। মিছিলকারীরা কায়েদে আজম জিন্নাহ, লিয়াকত আলী খান, আব্দুর রব নিস্তার, আইউব খান, শেরে বাংলা ফজলুল হক, কবি ইকবালের ছবি বহন করে। মিছিলটি নিউমার্কেটে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সভাপতি খাজা খয়ের উদ্দিন। সমাবেশে পাকিস্তানের সংহতি ও পাকিস্তান সেনাবাহিনীর জন্য মোনাজাত করেন গোলাম আজম।