চিলমারী থানা সংলগ্ন গণকবর (চিলমারী, কুড়িগ্রাম)
চিলমারী থানা সংলগ্ন গণকবর (চিলমারী, কুড়িগ্রাম) কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় হানাদাররা এখানে বহু মানুষকে কবর দেয়। মুক্তিযোদ্ধাদের কর্তৃক চিলমারী থানা অপারেশন-এর পর পাকিস্তানি সৈন্য ও রাজাকার-রা মুক্তিযোদ্ধাদের ও এলাকার স্বাধীনতার পক্ষের লোকদের বিরুদ্ধে মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়। তারা সাধারণ মানুষের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। যাকে যেখানে পায় সেখানেই গুলি করে হত্যা করে। মুক্তিযোদ্ধা সন্দেহে ধরে নিয়ে ছাত্র-যুবকদের ওপর অকথ্য নির্যাতন করতে থাকে। নির্যাতনের পর হত্যা করে অনেককে চিলমারী থানার পাশে মাটিচাপা দেয়। এভাবে থানা সংলগ্ন স্থানে গণকবর গড়ে ওঠে। এ গণবকরে বিভিন্ন সময় অসংখ্য মানুষকে তারা মাটিচাপা দেয়। ১৭ই অক্টোবর চিলমারী যুদ্ধ-এর পর পাকসেনারা বহু মানুষকে ধরে থানায় এনে হত্যা করে তাদের লাশ থানার পার্শ্ববর্তী গণকবরে পুঁতে রাখে। [এস এম আব্রাহাম লিংকন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড