You dont have javascript enabled! Please enable it!

চাপড়া রাডার স্টেশন অপারেশন (পটিয়া, চট্টগ্রাম)

চাপড়া রাডার স্টেশন অপারেশন (পটিয়া, চট্টগ্রাম) পরিচালিত হয় ২৫শে সেপ্টেম্বর। নায়েক আজিজুল হকের নেতৃত্বে ক্যাপ্টেন করিমের দলের ১৩ জন মুক্তিযোদ্ধা কোলাগাঁও ইউনিয়নের চাপড়া রাডার স্টেশনে এ অপারেশনটি পরিচালিত করেন।
ঘটনার দিন সন্ধ্যায় রাডার স্টেশনের ৫০০ গজের কাছাকাছি পৌছে মুক্তিযোদ্ধারা ক্রলিং করে রাডার স্টেশনের প্রধান ফটকে পৌঁছলে সেখানে পাহারারত রাজাকার রা তাঁদের দিকে গুলি ছুড়তে শুরু করে। তখন মুক্তিযোদ্ধারাও রাজাকারদের দিকে গুলি বর্ষণ করেন। প্রায় এক ঘণ্টা যুদ্ধ চলার পর দুজন রাজাকার নিহত হলে অন্য রাজাকাররা পালিয়ে যায়। তখন মুক্তিযোদ্ধারা রাডার ধ্বংস করে ১২টি থ্রি-নট-থ্রি রাইফেল উদ্ধার করে গন্তব্যে প্রস্থান করেন। এ অপারেশনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন- নায়েক আজিজুল হক (পিতা আবদুল হাকিম, শাহমীরপুর, কর্ণফুলী), আবদুল কাদের চৌধুরী, বজল, ডা. সাত্তার, জাহাঙ্গীর চৌধুরী, মাহফুজ, নূর হোসেন, লম্বা মনছুর, আবু তাহের সিদ্দিকি, আবুল মনছুর সিদ্দিকি, বদিউজ্জামান, যদু প্রমুখ। [শামসুল আরেফীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড