You dont have javascript enabled! Please enable it!

চাঙ্গুরিয়া গণহত্যা (উজিরপুর, বরিশাল)

চাঙ্গুরিয়া গণহত্যা (উজিরপুর, বরিশাল) সংঘটিত হয় ১৭ই মে। পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংঘটিত এ গণহত্যায় ৫ জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারায়। চাঙ্গুরিয়া উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম। জেলা সদর থেকে ২২ কিমি দূরে গ্রামটি অবস্থিত। ঘটনার দিন পাকিস্তানি বাহিনী গুঠিয়া গণহত্যা- ঘটায়। এরপর তাদের একটি দল রাজাকারদের দেখানো পথে চাঙ্গুরিয়া গ্রামে প্রবেশ করে ফকির বাড়ি, বেপারী বাড়ি, দফাদার বাড়ি ও কারিগর বাড়িতে অগ্নিসংযোগ করে। এ- সময় তারা ভয়ে পলায়নরত গ্রামের ৫ জনকে গুলি করে হত্যা করে। চাঙ্গুরিয়া গণহত্যায় শহীদ এলাকাবাসীরা হলেন- আদু কারিগর (৭০), কাশেম কারিগর (৬৫), সোবাহান হাওলাদার (৩৫) (পিতা বসির উদ্দীন হাওলাদার), আবদুস সাত্তার বেপারী (১৬) (পিতা আবুল বেপারী) ও হাতেম ফকির (৫০) (পিতা কালু ফকির)। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!