You dont have javascript enabled! Please enable it! 1971.11.09 | চাঁচাইতারা হিন্দুপাড়া গণহত্যা (শাজাহানপুর, বগুড়া) - সংগ্রামের নোটবুক

চাঁচাইতারা হিন্দুপাড়া গণহত্যা (শাজাহানপুর, বগুড়া)

চাঁচাইতারা হিন্দুপাড়া গণহত্যা (শাজাহানপুর, বগুড়া) সংঘটিত হয় ৯ই নভেম্বর। এতে বেশ কয়েকজন সাধারণ মানুষ শহীদ হন।
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের একটি গ্রামের নাম চাঁচাইতারা। রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী এ গ্রামের হিন্দুপাড়ায় গণহত্যা সংঘটিত করে। মাদলা ইউনিয়ন পরিষদ ছিল পাকিস্তানি বাহিনীর নির্যাতনকেন্দ্র। স্থানীয় দোসর রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সৈন্যরা চাঁচাইতারা গ্রামের হিন্দুপাড়া ঘেরাও করে হিন্দু সম্প্রদায়ের বহু লোকজন ধরে ইউনিয়ন পরিষদের পাশের খালি জায়গায় নিয়ে যায়। সেখানে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে তাদের হত্যা করে। এ গণহত্যায় নিহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন— চাঁচাইতারা গ্রামের যজ্ঞেশ চন্দ্র চৌধুরী (পিতা গোপাল চন্দ্ৰ চৌধুরী), গিরেন্দ্র নাথ চৌধুরী (পিতা হরেকৃষ্ণ চৌধুরী), শচীন চন্দ্র চৌধুরী (পিতা হরেকৃষ্ণ চৌধুরী), অমরেন্দ্র চৌধুরী (পিতা গিরেন্দ্রনাথ চৌধুরী), প্রদীপ কুমার (পিতা ক্ষিতীশ চন্দ্র চৌধুরী), মহাবীর চন্দ্র সাহা (পিতা জগৎচন্দ্র সাহা), নারায়ণ চন্দ্র মোহন্ত (পিতা রামেশ্বর মোহন্ত), আনন্দ অধিকারী সুটকু (পিতা গৌর গোপাল অধিকারী), গুপিকান্ত সাহা (পিতা লক্ষ্মীকান্ত সাহা), নিতু দত্ত (পিতা বেনী দত্ত), রঘু মোহন্ত (পিতা বিপীন মোহন্ত), হরিপদ অধিকারী (পিতা বেনী মাধব অধিকারী), দুলাল চন্দ্র সাহা ও স্বপন চন্দ্র সাহা (পিতা হরিলাল সাহা, জলেশ্বরীতলা, বগুড়া সদর), রবীন্দ্রনাথ বিশ্বাস (পিতা তারানাথ বিশ্বাস, জলেশ্বরীতলা, বগুড়া সদর), মিহির কুমার সাহা (বগুড়া সদর), দীজেন্দ্র চন্দ্র সাহা (পিতা যদুনাথ চন্দ্র সাহা, জিকিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ) এবং পরেশ চন্দ্র শীল (পিতা প্রকল্প চন্দ্ৰ সাহা, সেতাবগঞ্জ সুগারমিল, দিনাজপুর)। [সাহিদুর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড