You dont have javascript enabled! Please enable it!

চর বাউশিয়া ফেরিঘাট যুদ্ধ (গজারিয়া, মুন্সীগঞ্জ)

চর বাউশিয়া ফেরিঘাট যুদ্ধ (গজারিয়া, মুন্সীগঞ্জ) সংঘটিত হয় ৯ই ডিসেম্বর। এতে ৯ জন পাকসেনা নিহত হয় এবং বাকিরা আত্মসমর্পণ করে। অপরদিকে একজন মুক্তিযোদ্ধা শহীদ ও কয়েকজন আহত হন।
গজারিয়ায় পাকবাহিনীর অত্যাচার, নির্যাতন, গণহত্যা ও অগ্নিসংযোগের খবরে উদ্বিগ্ন হয়ে <বিএলএফ কমান্ডার নজরুল ইসলাম ৮ই ডিসেম্বর রাতে ঢাকা থেকে গজারিয়ায় তাঁর নিজ এলাকা চর বাউশিয়ায় আসেন। ৯ই ডিসেম্বর সকালে তাঁর নেতৃত্বে তৌহিদ, রতন ও মোস্তফাসহ ১৯ জন মুক্তিযোদ্ধা চর বাউশিয়া ফেরিঘাটে পাকবাহিনীর ক্যাম্পে সশস্ত্র গেরিলা আক্রমণ চালান। এখানে আড়াই ঘণ্টা প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধে ৯ জন পাকসেনা নিহত হয় এবং বাকিরা আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারী পাকসেনাদের একজন কমান্ডার নজরুলকে লক্ষ করে গ্রেনেড ছুড়লে নজরুলের বুক ঝাঁঝরা হয়ে যায় এবং তিনি সঙ্গে-সঙ্গে শহীদ হন। মোস্তফা, তৌহিদ ও ফিরোজসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আহত হন। পরের দিন ১০ই ডিসেম্বর গজারিয়া উপজেলা হানাদারমুক্ত হয়। [হাফিজ আহমদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!