You dont have javascript enabled! Please enable it! চর সোনাপুর গণহত্যা (সোনাগাজী, ফেনী) - সংগ্রামের নোটবুক

চর সোনাপুর গণহত্যা (সোনাগাজী, ফেনী)

চর সোনাপুর গণহত্যা (সোনাগাজী, ফেনী) সংঘটিত হয় আগস্ট মাসের শেষদিকে। এদিন ৮নং আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার বাহিনীর হাতে ৫০ জনের মতো নিরীহ নারী-পুরুষ প্রাণ হারায়।
চর সোনাপুর ছিল মুক্তাঞ্চল। তাই এ এলাকার আবদুল মান্নান ওরফে ভোলা মিয়ার বাড়িতে মুক্তিযোদ্ধারা থাকতেন। তাঁদের এই গোপন আস্তানার কথা পাকিস্তানি হানাদাররা তাদের এ-দেশীয় দোসরদের মাধ্যমে জেনে যায়। ঘটনার দিন পাকিস্তানি মিলিশিয়া ও রাজাকাররা এসে চর সোনাপুরের বিভিন্ন বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয়। একদিকে বাড়িঘর দাউ-দাউ করে জ্বলছে, অন্যদিকে মিলিশিয়া ও রাজাকাররা নির্বিচারে গুলি করে সাধারণ মানুষকে হত্যা করছে। সেই সঙ্গে লুটপাট ও নারীধর্ষণও চালিয়েছে। এদিন প্রায় ৫০ জন নারী-পুরষ শহীদ হন। তারা সবাই ছিলেন একই গ্রামের অধিবাসী। গণহত্যায় নিহত ১১ জনের নাম জানা সম্ভব হয়েছে। তারা হলেন- মো. এছহাক, মো. সৈয়দ আহম্মদ, জমিলা খাতুন, মো. বদিউল আলম, আবদুল শুক্কর, মোহাম্মদ আমিন, আবদুল মান্নান, মনির আহম্মদ, আবদুল মালেক, মো. দেলোয়ার ও আবদুল বাকের। [মো. ফখরুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড