You dont have javascript enabled! Please enable it! চড়িয়া শিকার গণকবর (উল্লাপাড়া, সিরাজগঞ্জ) - সংগ্রামের নোটবুক

চড়িয়া শিকার গণকবর (উল্লাপাড়া, সিরাজগঞ্জ)

চড়িয়া শিকার গণকবর (উল্লাপাড়া, সিরাজগঞ্জ) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত। এখানে দেড় শতাধিক নারী-পুরুষকে গণকবর দেয়া হয়।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার উত্তরে হাটিকুমরুল ইউনিয়নে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে (বর্তমানে হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন) চড়িয়া শিকার গ্রামের অবস্থান। এ গ্রামের পশ্চিমে চড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে চড়িয়া শিকার গণকবর রয়েছে। ২৫শে এপ্রিল স্থানীয় রাজাকার-দের সহায়তায় পাকবাহিনী চড়িয়া শিকার গণহত্যা সংঘটিত করে। এতে যে দেড় শতাধিক নারী-পুরুষ নিহত হন, তাদের এখানে গণকবর দেয়া হয়। এ গণকবরের স্থানটি এখনো সংরক্ষিত হয়নি। এটি চাষাবাদের জমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। [কল্যাণ ভৌমিক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড