You dont have javascript enabled! Please enable it! 1971.05.27 | চণ্ডিদাসদী গণহত্যা (ভাঙ্গা, ফরিদপুর) - সংগ্রামের নোটবুক

চণ্ডিদাসদী গণহত্যা (ভাঙ্গা, ফরিদপুর)

চণ্ডিদাসদী গণহত্যা (ভাঙ্গা, ফরিদপুর) সংঘটিত হয় ২৭ ও ৩১শে মে। এতে অনেক নিরীহ মানুষ হত্যার শিকার হন। তাদের মধ্যে ১৮ জনের পরিচয় জানা গেছে।
পাকিস্তানি দখলদার বাহিনী ২৭ ও ৩১শে মে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চণ্ডিদাসদী গ্রামে গণহত্যা ও লুটপাট চালায়। দুদফা আক্রমণে নিহতদের মধ্যে ১৮ জনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে ১ জন ছাড়া বাকি সবাই হিন্দু সম্প্রদায়ের লোক।
নিহতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে, তারা হলেন- স্বদেশ রায় (পিতা সতীশ চন্দ্র রায়), নিতাই মল্লিক (পিতা অতুল মল্লিক), নারায়ণ মল্লিক (পিতা গৌর মল্লিক), মধুসূধন সরকার (পিতা নবকুমার সরকার), শ্যামল চন্দ্র সরকার (পিতা মধুসূদন সরকার), নিত্যরঞ্জন মল্লিক (পিতা বেনীমাধব মল্লিক), তারিণী সরকার (পিতা পীতাম্বর সরকার), যোগেন্দ্র সরকার (পিতা পীতাম্বর সরকার), সুরেন ভৌমিক (পিতা বিহারীলাল ভৌমিক), সতীশ বিশ্বাস (পিতা শ্যামচরণ বিশ্বাস), যশেশ্বর মজুমদার (পিতা নগরবাসী মজুমদার), রতিকান্ত ভৌমিক (পিতা রাজেন্দ্র ভৌমিক), আজিজুল শিকদার (পিতা সাদেক সরকার), পুণ্যচন্দ্র মল্লিক (পিতা মহাভারত মল্লিক), অন্নদাচরণ মল্লিক (পিতা দশরথ মল্লিক), ভুবনেশ্বর দাস (পিতা বিশ্বনাথ দাস), নিতাই সরকার (পিতা কুসুর সরকার) ও অমল মজুমদার (পিতা সতীশ মজুমদার)। সেদিন অন্য গ্রামেরও কয়েকজন পাকহানাদারদের হাতে নিহত হয়। [আবু সাঈদ খান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড