You dont have javascript enabled! Please enable it!

চকঘোগা গণহত্যা (দৌলতপুর, কুষ্টিয়া)

চকঘোগা গণহত্যা (দৌলতপুর, কুষ্টিয়া) সংঘটিত হয় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। নৃশংস এ গণহত্যায় দূর- দূরান্তের ১০ জন মানুষ শহীদ হন।
দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা সামছুল হক হেডমাস্টারের বাড়ির পার্শ্বে এ গণহত্যার ঘটনা ঘটে। শেরপুর যুদ্ধে কয়েকজন পাকিস্তানি সৈন্য নিহত হলে হানাদার বাহিনী ক্ষিপ্ত হয়। প্রতিশোধ নিতে তারা শেরপুর ও আশপাশের এলাকা থেকে মুক্তিযোদ্ধাসহ কয়েকজন নিরীহ মানুষকে ধরে এনে এখানে হত্যা করে। শেরপুর ও তার আশপাশের গ্রাম ছাড়াও রাজশাহী, পাবনা এবং ফরিদপুর থেকে আগত কয়েকজন মানুষকে হানাদার বাহিনী গুলি করে হত্যা করে একটি বড় গর্তের মধ্যে ফেলে রেখে চলে যায়। দূর-দূরান্তের মানুষ শহীদ হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। [মো. ছাদিকুজ্জামান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!