You dont have javascript enabled! Please enable it!

চকদৌলত গণহত্যা (মহাদেবপুর, নওগাঁ)

চকদৌলত গণহত্যা (মহাদেবপুর, নওগাঁ) সংঘটিত হয় ২৪শে এপ্রিল। এতে ১১ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন। ঘটনার দিন পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার-দের সহায়তায় চকদৌলত ও বাজিতপুরে হানা দেয় এবং এ দুগ্রামে নারীদের ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। তারা ১১ জন গ্রামবাসীকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। নিহতদের ৬ জন চকদৌলত গ্রামের, বাকিরা বাজিতপুরের। চকদৌলত গ্রামের আব্দুল আজিজ মণ্ডল, তায়েজ উদ্দীন মণ্ডল, হোসেন উদ্দিন মণ্ডল, জাহান আলী সরদার, জফি উদ্দীন সরদার ও সফি উদ্দিন সরদারকে লাটাকুড়ি নামক পুকুরপাড়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হয়। বাজিতপুরের যারা নিহত হন তারা হলেন— গায়েন উদ্দিন মঞ্জু, কফিল উদ্দীন, আজিম উদ্দিন মণ্ডল, মোফাজ্জল হোসেন ও সোহেল হোসেন। হানাদার বাহিনী চকদৌলত ও বাজিতপুর গ্রামের হিন্দুপাড়ার ৫০টি বাড়ি পুড়িয়ে দেয়।
চকদৌলতে গণহত্যার শিকার ৬ জনের স্মরণে এ গ্রামে ২০১৫ সালের মার্চ মাসে জেলা পরিষদের উদ্যোগে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। স্মৃতিসৌধে শহীদদের নাম রয়েছে। [আজাদুল ইসলাম আজাদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!