চকদৌলত গণহত্যা (মহাদেবপুর, নওগাঁ)
চকদৌলত গণহত্যা (মহাদেবপুর, নওগাঁ) সংঘটিত হয় ২৪শে এপ্রিল। এতে ১১ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন। ঘটনার দিন পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার-দের সহায়তায় চকদৌলত ও বাজিতপুরে হানা দেয় এবং এ দুগ্রামে নারীদের ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। তারা ১১ জন গ্রামবাসীকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। নিহতদের ৬ জন চকদৌলত গ্রামের, বাকিরা বাজিতপুরের। চকদৌলত গ্রামের আব্দুল আজিজ মণ্ডল, তায়েজ উদ্দীন মণ্ডল, হোসেন উদ্দিন মণ্ডল, জাহান আলী সরদার, জফি উদ্দীন সরদার ও সফি উদ্দিন সরদারকে লাটাকুড়ি নামক পুকুরপাড়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হয়। বাজিতপুরের যারা নিহত হন তারা হলেন— গায়েন উদ্দিন মঞ্জু, কফিল উদ্দীন, আজিম উদ্দিন মণ্ডল, মোফাজ্জল হোসেন ও সোহেল হোসেন। হানাদার বাহিনী চকদৌলত ও বাজিতপুর গ্রামের হিন্দুপাড়ার ৫০টি বাড়ি পুড়িয়ে দেয়।
চকদৌলতে গণহত্যার শিকার ৬ জনের স্মরণে এ গ্রামে ২০১৫ সালের মার্চ মাসে জেলা পরিষদের উদ্যোগে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। স্মৃতিসৌধে শহীদদের নাম রয়েছে। [আজাদুল ইসলাম আজাদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড