You dont have javascript enabled! Please enable it!

চকপাড়া বধ্যভূমি (নাটোর সদর)

চকপাড়া বধ্যভূমি (নাটোর সদর) নাটোর সদর উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় দেশের অন্যান্য স্থানের মতো এখানেও পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় ঘাতক-দালাল চক্র অসংখ্য বাঙালিকে হত্যা করেছে। জুন মাসের কোনো এক সময় রাজাকার- বাহিনী চকপাড়ায় সত্য সরকার, পরিমল সরকার ও সুধীরচন্দ্র দামকে হত্যা করে গ্রামের একটি কূপের মধ্যে ফেলে দেয়। মুক্তিযুদ্ধের পর এই কূপ থেকে অসংখ্য মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। এ থেকে প্রমাণিত হয় যে, ঘাতকরা এই তিনজন ব্যতীত আরো অসংখ্য নিরীহ ব্যক্তিকে হত্যা করে কূপের মধ্যে ফেলে রেখেছিল। [মতিউর রহমান মর্তুজা ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!