You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপালের রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও রাষ্ট্রদূত চক্র প্রসাদ বাস্তলা - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপালের রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও রাষ্ট্রদূত চক্র প্রসাদ বাস্তলা

চক্র প্রসাদ বাস্তলা (জন্ম ১৯৪৬) নেপালের রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও রাষ্ট্রদূত। তিনি ১৯৪৬ সালের ২৬শে নভেম্বর নেপালের দাঙ জেলার লক্ষ্মীপুরের বাতাসে এলাকায় জন্মগ্রহণ করেন। ভারতের দার্জিলিংয়ের সেন্ট রবার্টস্ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ১৯৬৯ সালে তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাছাড়া তিনি ভারতের পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
রাজনীতি-সচেতন চক্র প্রসাদ বাস্তলা তরুণ (নেপালি কংগ্রেস দলের মুখপত্র), রাহার, হিমলোক, নেপালি ডাইজেস্ট ছাড়াও উল্লেখযোগ্যসংখ্যক রাজনৈতিক সাময়িকী সম্পাদনা করেছেন। পরবর্তীকালে তিনি নেপালি কংগ্রেস দলে যোগদান করেন। তিনি এ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। নব্বইয়ের দশকের শুরুর দিকে তিনি ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নেপালি কংগ্রেস দলের প্রার্থী হিসেবে ১৯৯৪ ও ১৯৯৯ সালে নেপালের বিধানসভার নির্বাচনে জয়ী হন। তিনি ২০০০-০১ সময়ে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে নেপালি কংগ্রেস দলের নেতা চক্র প্রসাদ বাস্তলা ১৬ই এপ্রিল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক ট্রাক অস্ত্র মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেন। তিনি নেপালের তৎকালীন জনপ্রিয় তরুণ ম্যাগাজিনে বাংলাদেশে মুক্তিবাহিনীর সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে নিবন্ধ প্রকাশ করে নেপালে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১৫ই ডিসেম্বর ২০১২ চক্র প্রসাদ বাস্তলা-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড