ঘেয়াঘাট গণহত্যা (গৌরনদী, বরিশাল)
ঘেয়াঘাট গণহত্যা (গৌরনদী, বরিশাল) সংঘটিত হয় অক্টোবর মাসের মাঝামঝি সময়ে। পাকিস্তানি হানাদার বাহিনীর এ গণহত্যায় ৫ জন গ্রামবাসী শহীদ হন।
পাকিস্তানি বাহিনীর সহায়তায় স্থানীয় রাজাকার বাহিনী অক্টোবরের মাঝামাঝি সময়ে বাটাজোড় ইউনিয়নের ঘেয়াঘাট গ্রামে নৃশংস গণহত্যা চালায়। দুর্গাপূজার পর রাজাকার কমান্ডার আদম আলী সরদার (পিতা ফরমান আলী সরদার, চন্দ্রাহার, বাটাজোড়)-এর নেতৃত্বে জব্বার সরদার (বাটাজোড়), মকবুর প্যাদা (বাটাজোড়) প্রমুখ লক্ষ্মণকাঠী বাজারের উত্তর পাশে আচার্য বাড়ি আক্রমণ করে ৫ জনকে ধরে নিয়ে বণিক বাড়ির ব্রিজের নিচে জবাই করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করে লাশগুলো খালের পানিতে ভাসিয়ে দেয়। নিহতরা হলেন— ঘেয়াঘাট গ্রামের কৃষ্ণ ঠাকুর (৩০) (পিতা গোপাল আচার্য), বলাই ঠাকুর (২৫) (পিতা গোপাল আচাৰ্য), কালু ঠাকুর (৪০) (পিতা রাইচরণ আচার্য), মানিক ঠাকুর (২৫) (পিতা রাইচরণ আচার্য) ও নারায়ণ ঠাকুর (৬০)। [মনিরুজ্জামান শাহীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড