You dont have javascript enabled! Please enable it! 1971.04.26 | ঘোগা ব্রিজ গণহত্যা (শেরপুর, বগুড়া) - সংগ্রামের নোটবুক

ঘোগা ব্রিজ গণহত্যা (শেরপুর, বগুড়া)

ঘোগা ব্রিজ গণহত্যা (শেরপুর, বগুড়া) সংঘটিত হয় ২৬শে এপ্রিল। এ গণহত্যায় তিন শতাধিক মানুষ নিহত হয়। ঘটনার দিন পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধের অংশ হিসেবে স্থানীয় জনতা ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা ব্রিজের একাংশ ভেঙ্গে ফেলে। হানাদার বাহিনী ভাঙ্গা ব্রিজ দেখে হিংস্র হয়ে ওঠে। তারা আশপাশের গ্রাম থেকে তিন শতাধিক মানুষ ধরে ঘোগা ব্রিজের কাছে এনে ব্রাশফায়ারে হত্যা করে। একই সঙ্গে ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও নারীনির্যাতন চালায়। পাকবাহিনী স্থানীয় ইছহাক আলীর পারিবারের ৭ জন সদস্যকে এক সঙ্গে হত্যা করে। এখানে নিহতদের মধ্যে একমাত্র মকবুল হোসেনের লাশ দাফন করা সম্ভব হয়। বাকি লাশগুলো জন্তু-জানোয়ারে খেয়ে ফেলে। নিহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন- আহমেদ আলী, মালেক উদ্দিন, আফছার আলী, ইসমাইল হোসেন, মকবুল হোসেন, রহিম বক্স, জেছার আলী, ছবুর হোসেন, আজিজুল হক, জালাল উদ্দিন, সাহেব আলী, নজরুল ইসলাম, ওছমান আলী, পচা শেখ, মগর উদ্দিন, আফজাল হোসেন ও কান্দু শেখ। [সেলিনা শিউলী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড