You dont have javascript enabled! Please enable it!

গৌরীপুর মুক্তদিবস (গৌরীপুর, ময়মনসিংহ )

গৌরীপুর মুক্তদিবস (গৌরীপুর, ময়মনসিংহ ) ৭ই ডিসেম্বর। এদিন গৌরীপুর উপজেলা পাকিস্তানি হানাদারমুক্ত হয়৷
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় মে মাস থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পাকবাহিনী ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের আক্রমণ তীব্রতর হয়। এ-সময় গৌরীপুর টেলিফোন একচেঞ্জ ও রেলস্টেশনে আগুন দেয়া হয়। এর ফলে টেলিগ্রাফ ও টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইতোমধ্যে চারদিক থেকে খবর আসতে থাকে যে, যে-কোনো সময় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী – গৌরীপুরে প্রবেশ করবে। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের ফলে ৭ই ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে হানাদার পাকিস্তানি বাহিনী ময়মনসিংহের উদ্দেশে রেলযোগে গৌরীপুর ত্যাগ করে। পরদিন শুক্রবার স্থানীয় রাজাকার- ও আলবদর-রা হতাশাগ্রস্ত হয়ে নিরাপদ স্থানে চলে যেতে থাকে। দুপুর ১২টার দিকে গৌরীপুর ধান মহালে (বর্তমান হারুন পার্ক) মুক্তিযোদ্ধাদের কাছে গৌরীপুর পুলিশ ফাঁড়ির পুলিশ, স্থানীয় রাজাকার ও আলবদররা অস্ত্রসহ আত্মসমর্পণ করে। সে- সময় মুক্তিবাহিনীর এক কোম্পানি সদস্য গৌরীপুরে ছিলেন। তাঁদের কমান্ডার ছিলেন রফিকুল ইসলাম। মুক্তিযোদ্ধারা আগের রাতেই গৌরীপুর শহরের দখল নেন। ৭ই ডিসেম্বর মধ্যরাতে গৌরীপুর পাকিস্তানি হানাদারমুক্ত হয়। [আলী আহাম্মদ খান আইয়োব]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!