You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইতিহাসবিদ ও রাজনীতিবিদ গৌতম চট্টোপাধ্যায়

গৌতম চট্টোপাধ্যায় (১৯২৪-২০০৬) অধ্যাপক, ইতিহাসবিদ ও রাজনীতিবিদ, ১৯২৪ সালের ৯ই ডিসেম্বর অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন। বিদ্যাসাগর কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৪৩ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টির (সিপিআই) সদস্য হন। সর্বভারতীয় ছাত্র সংসদের সক্রিয় সদস্য গৌতম চট্টোপাধ্যায় বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সংসদের সভাপতি ছিলেন। ১৯৪৬ সালে ডাক ও টেলিগ্রাফ ধর্মঘটে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ঐ বছরই তিনি সর্বভারতীয় ছাত্র সংসদের নেতা হিসেবে ইউরোপের প্রাগ শহরে গমন করেন। তিনি সারাজীবন সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন্সের অধ্যাপক ছিলেন। প্ৰায় চার দশক ধরে তিনি বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক যেমন কালান্তর, মেইনস্ট্রিম, সপ্তাহ ছাড়াও বিভিন্ন জার্নালে আন্তর্জাতিক ও ভারতীয় রাজনৈতিক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Awakening in Bengal in Early Nineteenth Century (১৯৬৫), রুশ বিপ্লব ও বাংলার আন্দোলন (১৯৬৭), Subhas Chandra Bose : A Biography (১৯৯৭) ইত্যাদি ছাড়াও অসংখ্য পুস্তক সম্পাদনা ও রচনা করেছেন। তিনি পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০০৬ সালের ১লা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে গৌতম চট্টোপাধ্যায় মুক্তিযুদ্ধের পক্ষে ও গণহত্যার বিরুদ্ধে নিয়মিত তাঁর লেখনীর মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করেন। তিনি প্রায়ই শরণার্থী শিবির-এ গিয়ে অসুস্থ শরণার্থীদের সেবাযত্ন করতেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা তাঁর লেখনীর মাধ্যমে প্রচার করতেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সভা-সমাবেশের আয়োজন এবং তাতে অংশগ্রহণের মাধ্যমে তিনি বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ গৌতম চট্টোপাধ্যায়-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!