You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রখ্যাত গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার

গৌরী প্রসন্ন মজুমদার (১৯২৪-১৯৮৬) ভারতের প্রখ্যাত গীতিকার। তিনি ১৯২৪ সালের ৫ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম গিরিজা প্রসন্ন মজুমদার। বাঙালি গীতিকার হিসেবে তিনি সাধারণত বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং মানসম্পন্ন অসংখ্য গান রচনা করেন। সেরা গীতিকার হিসেবে তিনি ১৯৬২, ১৯৬৪, ১৯৬৮, ১৯৭৪, ১৯৭৬ এবং ১৯৮৭ (মরণোত্তর) সালে বাংলা চলচ্চিত্র সাংবাদিক সংস্থা সম্মাননা লাভ করেন। সমসাময়িক নচিকেতা ঘোষ, রবিন চট্টোপাধ্যায়, হেমন্ত মুখার্জী, উত্তম কুমার ও কিশোর কুমার ছাড়াও চলচ্চিত্র জগতের অন্যান্যদের মধ্যে আর ডি বর্মণ এবং কিশোর কুমারের সঙ্গেও তিনি কাজ করেন। তাঁর লেখা গানের মধ্যে আকাশ কেন ডাকে, আজ এই দিনটাকে মনের খাতায়, আমার স্বপ্ন তুমি, আশা ছিল ভালোবাসা ছিল, এক পলকের একটু দেখা, কী আশায় বাঁধি খেলাঘর, শিং নাই তবু নাম তার সিংহ, আজ দুজনার দুটি পথ, এই রাত তোমার আমার, কফি হাউজের সেই আড্ডাটা, এই পথ যদি না শেষ হয়, ও নদী রে ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ১৯৮৬ সালের ১২ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তাঁর লেখা ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীদেরও সে-সময় নানাভাবে সহায়তা করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করে। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!