You dont have javascript enabled! Please enable it! 1971.04.19 | গোলাঘাট প্রতিরোধযুদ্ধ (শ্রীপুর, গাজীপুর) - সংগ্রামের নোটবুক

গোলাঘাট প্রতিরোধযুদ্ধ (শ্রীপুর, গাজীপুর)

গোলাঘাট প্রতিরোধযুদ্ধ (শ্রীপুর, গাজীপুর) ১৯শে এপ্রিল সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত এ প্রতিরোধযুদ্ধে নূর মোহাম্মদ মেম্বার শহীদ হন।
৩১শে মার্চ রাজেন্দ্রপুর, জয়দেবপুর ও পিলখানা থেকে সমরাস্ত্র নিয়ে পালিয়ে আসা ৬০ জনের একটি দল সুবেদার সুলতান আহমেদের নেতৃত্বে শ্রীপুর হাইস্কুলে আশ্রয় গ্রহণ করেন। তাঁরা জানতে পারেন যে, পাকিস্তানি বাহিনী রেলযোগে ময়মনসিংহ যাবে। তাদের প্রতিরোধ করার জন্য মুক্তিযোদ্ধারা প্রথমে মাইজপাড়া গ্রাম রেল গেইটে বাংকার খনন করে অবস্থান নিয়ে ৬ দিন ধরে অপেক্ষা করেন। পরবর্তীতে তাঁরা পাকবাহিনীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য পার্শ্ববর্তী রেল ব্রিজ ধ্বংস করেন। ১৯শে এপ্রিল রেলপথে পাকবাহিনীর অস্ত্র বোঝাই একটি স্পেশাল ট্রেন শ্রীপুর-কাওরাইদ হয়ে ময়মনসিংহ যাওয়ার পথে গোলাঘাট নামক স্থানে সুবেদার সুলতান আহমেদের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা এবং স্থানীয় জনতা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পাকিস্তানি বাহিনী প্রতিরোধ ভাঙ্গতে পাল্টা আক্রমণ চালায়। উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। এ প্রতিরোধযুদ্ধে ভিটিপাড়া গ্রামের নূর মোহাম্মদ মেম্বার শহীদ হন। এটাই ছিল পাকবাহিনীর বিরুদ্ধে শ্রীপুরের জনগণের স্বতঃস্ফূর্ত প্রথম প্রতিরোধ। [মো. নূরুন্নবী আকন্দ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড