You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের গীতিকার ও কবি গোবিন্দ হালদার - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের গীতিকার ও কবি গোবিন্দ হালদার

গোবিন্দ হালদার (১৯৩০-২০১৫) ভারতের গীতিকার ও কবি। তিনি ১৯৩০ সালের ২১শে ফেব্রুয়ারি পূর্ব বাংলার যশোরে জন্মগ্রহণ করেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি আয়কর বিভাগে যোগদান করেন এবং ১৯৮৮ সালের জুলাইয়ে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি প্রায় ৩,৫০০টি সেমি-ক্লাসিক্যাল, লোকসংগীত, বাউল, কীর্তন, শ্যামাসংগীত ও আধুনিক বাংলা গান রচনা করেছেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে অসংখ্য দেশাত্মবোধক গান রচনা করেন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মোরা একটি ফুলকে বাঁচাবো বলে, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা ইত্যাদি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এসব চিরন্তন গান স্বাধীনতাকামী বাংলাদেশের জনগণের জন্য অন্তহীন উদ্দীপনার উৎস ছিল। তাঁর রচিত আর একটি গান এক সাগর রক্তের বিনিময়ে যেমন যুদ্ধকালীন সময়ে জনপ্রিয় ছিল, তেমনই পরবর্তীকালে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সেরা সংগীতে পরিণত হয় এবং নব্বইয়ের দশক থেকে এটি বাংলাদেশ টেলিভিশনের পরিচয়জ্ঞাপক বাজনা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
১৯৭১ সালের মে মাসের শেষদিকে গোবিন্দ হালদার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দলে যোগদান করেন। জুন মাস থেকে তাঁর দেশাত্মবোধক গানগুলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এবং অন্যান্য অনেক গান অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে প্রচারিত হয়। ২০১৫ সালের ১৭ই জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক গোবিন্দ হালদার-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড