You dont have javascript enabled! Please enable it! গোপালপুর গণকবর (ঘোড়াঘাট, দিনাজপুর) - সংগ্রামের নোটবুক

গোপালপুর গণকবর (ঘোড়াঘাট, দিনাজপুর)

গোপালপুর গণকবর (ঘোড়াঘাট, দিনাজপুর) দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে ২৯ জন লোককে মাটিচাপা দেয়া হয়।
উপজেলা সদর থেকে ৮ কিমি উত্তর-পশ্চিমে গোপালপুর গ্রাম অবস্থিত। এখানে অনেক বনেদি পরিবার বসবাস করায় পূর্ব থেকেই এটি একটি প্রসিদ্ধ জনপদ হিসেবে গড়ে ওঠে। হানাদার বাহিনী ও তাদের দোসররা সারা বাংলাদেশের মতো এখানেও নির্যাতন, লুণ্ঠন ও হত্যাকাণ্ড চালিয়ে আতংক সৃষ্টি করে। হিজলগাড়ীর ওসমান আলী চৌধুরী, তোষাইয়ের সাঈদ আলী ও ডেভসি গ্রামের আব্দুস সাত্তার পাকহানাদার বাহিনীর নির্যাতনে শহীদ হন। এঁদের গোপালপুর গণকবরে পুঁতে রাখা হয়।
স্বাধীনতাবিরোধীরা ধর্মের দোহাই দিয়ে পাকিস্তান রক্ষার নামে স্থানীয় যুবকদের রাজাকার ও আলবদর বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করে; গঠন করে তথাকথিত শান্তি কমিটি। হানাদার বাহিনীর যোগসাজশে শান্তি কমিটির লোকজন ২৯ জন মানুষকে হত্যা করে গোপালপুর গণকবরে পুঁতে রাখে। [মো. ওসমান গনী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড