You dont have javascript enabled! Please enable it! গোড়াই-সোহাগপাড়া ব্রিজ বধ্যভূমি (মির্জাপুর, টাঙ্গাইল) - সংগ্রামের নোটবুক

গোড়াই-সোহাগপাড়া ব্রিজ বধ্যভূমি (মির্জাপুর, টাঙ্গাইল)

গোড়াই-সোহাগপাড়া ব্রিজ বধ্যভূমি (মির্জাপুর, টাঙ্গাইল) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত। যুদ্ধকালীন সময়ে পাকবাহিনী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রতিটি ব্রিজের উভয় পাশে চেকপোস্ট বসায়। গোড়াই- সোহাগপাড়া ব্রিজেও তাদের একটি চেকপোস্ট ছিল। এ ব্রিজের পাশের স্থানটি ছিল জঙ্গলে ভরা। মহাসড়কে চলাচলকারী প্রতিটি যানবাহন তারা চেক করত। রাস্তায় চলাচলকালে কারো আচরণে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের সন্দেহ হলে তাকে গাড়ি থেকে নামিয়ে নির্যাতন করত। এছাড়া কম বয়সী অনেক নারীকে নামিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে তাদের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে মাটিচাপা দিত। স্বাধীনতার পর স্থানীয়রা গোড়াই- সোহাগপাড়া ব্রিজ ভূমি থেকে ৩০-৪০ জন মহিলার চুলসহ মাথার খুলি, হাতের চুরি, ছেঁড়া শাড়ি ও ব্লাউজ উদ্ধার করে। বর্তমানে বধ্যভূমিটির স্থানে একটি মার্কেট নির্মিত হয়েছে। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড