You dont have javascript enabled! Please enable it! 1971.08.03 | গোদনাইল পাটগুদাম অপারেশন (সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) - সংগ্রামের নোটবুক

গোদনাইল পাটগুদাম অপারেশন (সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)

গোদনাইল পাটগুদাম অপারেশন (সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) পরিচালিত হয় দুবার ৩রা আগস্ট ও ২২শে সেপ্টেম্বর। এ অপারেশনের লক্ষ্য ছিল সিদ্ধিরগঞ্জ থানার পাটের গুদামগুলো ধ্বংস করে পাকিস্তানিদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা। প্রথম অপারেশনে গোদনাইল ইউনিয়নের গ্রুপ কমান্ডার খোরশেদ আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আলী হোসেন, আব্দুল মতিন, এহসান কবীর রমজান, রোশন আলী, আলী আক্কাস প্রমুখ অংশ নেন। জালকুড়ি গ্রাম থেকে মুক্তিযোদ্ধারা পায়ে হেঁটে গোদনাইল আসেন। আগুন লাগানোর জন্য তাঁরা গুদামে হ্যান্ড গ্রেনেড ও এন্টি সেফটি পেট্রোল নিক্ষেপ করেন। ফলে সঙ্গে-সঙ্গে আগুন লেগে গুদামটি ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়।
দ্বিতীয় অপারেশন সংঘটিত হয় ২২শে সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায়। আলী হোসেনের নেতৃত্বে খোরশেদ আলম, কামাল হোসেন, আয়েত আলী গাজী, বদিউল আলম, মহিউদ্দিন মোল্লা, মফিজ উদ্দিন, এহসান কবির রমজান, জয়নাল আবেদীন, আব্দুল মতিন, হামিদ মোল্লা, ফজলুল হক, আক্কাস প্রমুখ মুক্তিযোদ্ধা এ অপারেশনে অংশ নেন। তাঁরা আজিম মার্কেটের কর্পোরেট প্রতিষ্ঠানের পাটের গুদামে আগুন ধরিয়ে দেন। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়। [রীতা ভৌমিক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড