You dont have javascript enabled! Please enable it! গোদনাইল ভাঙারপুল বধ্যভূমি (নারায়ণগঞ্জ সদর) - সংগ্রামের নোটবুক

গোদনাইল ভাঙারপুল বধ্যভূমি (নারায়ণগঞ্জ সদর)

গোদনাইল ভাঙারপুল বধ্যভূমি (নারায়ণগঞ্জ সদর) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু মানুষকে হত্যা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইল গ্রামের কাছে ডিএনডি বাঁধের ওপর একটি পুল বা সেতু ছিল। এটি ভাঙার পুল হিসেবে পরিচিত ছিল। পাকিস্তানি সেনারা স্থানীয় স্বাধীনতাবিরোধীদের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে নিরীহ মানুষদের ধরে এনে এ পুলের ওপর হত্যা করত। এরপর নিহতদের লাশ খালে ফেলে দিত। লাশগুলো জল নিষ্কাশনের ড্রেন দিয়ে স্রোতে ভেসে জমিতে জমা হতো। ২৮শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বরের মধ্যে এখানে অসংখ্য মানুষকে হত্যা করা হয়। [রীতা ভৌমিক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড