বাংলাদেশের মুক্তিযুদ্ধে নোবেলজয়ী সুইডিস অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক, রাজনীতিবিদ গুনার মিরডাল
গুনার মিরডাল (১৮৯৮-১৯৮৭) নোবেলজয়ী সুইডিস অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক, রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অন্যতম অকৃত্রিম বন্ধু। তিনি ১৮৯৮ সালের ৬ই ডিসেম্বর সুইডেনের গুস্টাফাস-এ জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৩ সালে স্টকহোম ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতক এবং ১৯২৭ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৩৩ সালে তিনি স্টকহোম স্কুল অব ইকনমিকস-এর অধ্যাপক হন। সমাজতাত্ত্বিক গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে তিনি অতি পরিচিত ছিলেন। সোসাল ডেমোক্র্যাট হিসেবে পরিচিত গুনার মিরডাল ১৯৩৩ সালে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। ১৯৪৫-৪৭ সাল পর্যন্ত তিনি বাণিজ্যমন্ত্রী ছিলেন। বহু গ্রন্থের প্রণেতা গুনার মিরডালের সবচেয়ে আলোচিত ও বিখ্যাত গ্রন্থ Asian Drama: An Introduction to the Poverty of the Nations (৩ খণ্ড)। ১৯৭৪ সালে তিনি ফ্রেডারিক হায়াক-এর সঙ্গে যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। অধ্যাপক, লেখক ও প্রগতিশীল রাজনীতিবিদ গুনার মিরডাল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এর পক্ষে অবস্থান গ্রহণ করেন। তাঁর এ অবস্থান মুক্তিযুদ্ধের পক্ষে সমগ্র ইউরোপের জনমতকে ব্যাপকভাবে প্রভাবিত করে। তাঁর উদ্যোগ ও পরামর্শে সুইডেনে ‘বাংলাদেশ একশন কমিটি’ গঠিত হয়। তিনি এ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। একশন কমিটি সুইডেনের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষের কাছে তাদের ব্যক্তিগত সহায়তার আবেদন জানায়। তখন অনেকে গুনার মিরডালের নেতৃত্বাধীন কমিটির আহ্বানে সাড়া দেন। তাঁদের মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশ সরকার-এর কাছে প্রেরিত হয়।
সুইডেন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরির ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০১২ সালে গুনার মিরডালকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ (মরণোত্তর) প্রদান করে। ১৯৮৭ সালের ১৭ই মে তিনি মৃত্যুবরণ করেন। [জালাল আহমেদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড