You dont have javascript enabled! Please enable it! 1971.04.25 | গাড়িয়াকান্ত গণহত্যা (জয়পুরহাট সদর) - সংগ্রামের নোটবুক

গাড়িয়াকান্ত গণহত্যা (জয়পুরহাট সদর)

গাড়িয়াকান্ত গণহত্যা (জয়পুরহাট সদর) ২৫শে এপ্রিল সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর এ গণহত্যায় ৩৬ জন গ্রামবাসী শহীদ হন।
২৪শে এপ্রিল পাকিস্তানি বাহিনী জয়পুরহাটে অনুপ্রবেশের পর ২৫শে এপ্রিল সিমেন্ট ফ্যাক্টরি ১নং গেটে গণহত্যা চালায়। এরপর তারা পার্শ্ববর্তী গাড়িয়াকান্ত গ্রাম আক্রমণ করে এবং ব্যাপক গণহত্যা চালায়। সিমেন্ট ফ্যাক্টরি গেটে গণহত্যার খবর পেয়ে গ্রামের মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। পাকিস্তানি সৈন্যরা এসব আতঙ্কগ্রস্ত মানুষজনকে ধরে গাড়িয়াকান্ত ওয়াক্তিয়া মসজিদের সামনের খালি জায়গায় জড়ো করে। তারপর তাদের লাইনে দাঁড় করিয়ে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। এ গণহত্যার প্রত্যক্ষদর্শী মোকছেদ আলী ও আসগর আলী নামে দুজন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে বেঁচে যান। গণহত্যার পর মৃতদেহগুলো দীর্ঘ সময় পড়ে থাকে। পরদিন কয়েকজন গ্রামবাসী মৃতদেহগুলো বিভিন্ন বাড়িতে মাটিচাপা দেয়। এ গণহত্যায় ৩৬ জন গ্রামবাসী শহীদ হলেও সকলের নাম জানা যায়নি। যাদের নাম জানা গেছে, তারা হলেন- তায়েজ উদ্দিন, অফির উদ্দিন, বাচ্চু মিয়া, মফিজ উদ্দিন, আব্দুর রহমান আবদুলি, রইচ উদ্দিন অচি, লালু মণ্ডল, তুফানু মণ্ডল, ইব্রাহীম মণ্ডল, মজির উদ্দিন মণ্ডল, হারান শেখ, আব্দুল মণ্ডল, আব্দুস সাত্তার, ফজলুর রহমান, আবু জালাল আবো প্রমুখ। [রেহানা পারভীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড