You dont have javascript enabled! Please enable it!

গাবতলা গণহত্যা (নাজিরপুর, পিরোজপুর)

গাবতলা গণহত্যা (নাজিরপুর, পিরোজপুর) সংঘটিত হয় ২৪শে মে। এতে গাবতলা গ্রামের ৮ জনসহ ২২ জন মানুষ নির্মম হত্যার শিকার হন।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হিন্দু অধ্যুষিত একটি গ্রাম গাবতলা। পাকবাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকারদের সহযোগিতায় ২৪শে মে গাবতলা গ্রামে প্রবেশ করে প্রথমে গ্রামটিতে লুটপাট চালায়। পরে ঐ গ্রামের ৮ জনসহ মোট ২২ জন নিরীহ-নিরপরাধ মানুষকে হত্যা করে। এ গণহত্যার যারা শিকার, তারা হলেন— যোগেন্দ্রনাথ সিকদার (পিতা মথুরনাথ সিকদার, গাবতলা), কেশব মিস্ত্রী (পিতা সতীশ মিস্ত্রী, গাবতলা), উমেশ হালদার (পিতা রামচরণ হালদার, গাবতলা), ধীরেন্দ্রনাথ সিকদার (পিতা বসন্ত কুমার সিকদার, গাবতলা), সতীশ চন্দ্র সিকদার (পিতা বসন্তকুমার সিকদার, গাবতলা), সনাতন হালদার (গাবতলা), রাজকুমার মিস্ত্রী (পিতা মনোরঞ্জন মিস্ত্রী, ভুবনখালী), সুরবালা হালদার (পিতা মধুসূদন, ভুবনখালী), জগদীশ বৈরাগী (মধুরাবাদ), ক্ষীরোদচন্দ্র ভুঞ্জমালী (পিতা সনাতন ভুঞ্জমালী, চৌঠাইমহল), হাসান ফকির (পিতা বশির উদ্দিন ফকির, চৌঠাইমহল), তৈয়ব আলী শেখ (পিতা আছির উদ্দিন শেখ, চৌঠাইমহল), আফজাল হাওলাদার (পিতা আমিনন্দী হাওলাদার, ডুমুরিয়া), ফণীন্দ্র চন্দ্র হালদার (পিতা ললিত কুমার হালদার, কালিকাঠি), আলী আকবর (পিতা শফিজ উদ্দিন, কালিকাঠি), অবনী চক্রবর্তী (পিতা জগবন্ধু চক্রবর্তী), নিরঞ্জন চক্রবর্তী (পিতা কেশব চক্রবর্তী), যজ্ঞেশ্বর হালদার (পিতা বসন্ত হালদার, দক্ষিণ জয়পুর) ও বসন্ত হালদার (পিতা কালীকুমার হালদার, দক্ষিণ জয়পুর)। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড