গাভা বাজার গণহত্যা (বানারীপাড়া, বরিশাল)
গাভা বাজার গণহত্যা (বানারীপাড়া, বরিশাল) সংঘটিত হয় ১০ই মে। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী শহীদ হন।
গাভা গ্রামের ২০০ বছরের ঐতিহ্যবাহী প্রাচীন গাভা বাজার ছিল বানারীপাড়া উপজেলা তথা বরিশাল জেলার একটি বিখ্যাত বাজার। ১০ই মে সোমবার সকাল ১০টায় বরিশাল থেকে বানারীপাড়া হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি দল গাভা বাজারে অগ্নিসংযোগ করে এবং বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীকে হত্যা করে। এ গণহত্যায় শহীদ ৭ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন— রমেশ কর্মকার (৬৫) (মাধবপাশা), নকুল বণিক (৬০) (রায়েরহাট), রঙ্গলাল (৫৫) (রায়েরহাট), কালা সাহা (৪৫) (গাভা), হরিপদ পাল (৩৫) (গাভা), রতন পাল (৪০) (গাভা) ও মানিক পাল (৫০) (গাভা)। [মনিরুজ্জামান শাহীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড