গহিরা হাইস্কুল রাজাকার ক্যাম্প অপারেশন (রাউজান, চট্টগ্রাম)
গহিরা হাইস্কুল রাজাকার ক্যাম্প অপারেশন (রাউজান, চট্টগ্রাম) পরিচালিত হয় আগস্ট মাসের প্রথম সপ্তাহে। চট্টগ্রাম থেকে ২৮ কিলোমিটার দূরে রাউজান উপজেলার অন্তর্গত গহিরা হাইস্কুলে – রাজাকার-দের একটি ক্যাম্প ছিল। এ এলাকায় তাদের তৎপরতা বন্ধ করার উদ্দেশ্যে এফএফ গ্রুপ কমান্ডার গিয়াস উদ্দিন কাদের ও ডা. সালাউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ক্যাম্প আক্রমণ করেন। উভয় পক্ষে ব্যাপক গোলাগুলি হয়। মুক্তিযোদ্ধাদের সঙ্গে না পেরে এক পর্যায়ে রাজাকার কমান্ডার দোস্ত মোহাম্মদসহ অন্যরা রাতের অন্ধকারে বিদ্যালয় ভবনের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা তাদের ক্যাম্প তছনছ করে দেন। এ সংবাদ পেয়ে পরের দিন সালাউদ্দিন কাদের চৌধুরী গহিরা চৌমুহনী এসে রাজাকারদের নির্দেশ দেয় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলতে। এর ফলে গহিরাসহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে রাজাকারদের তৎপরতা বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের ওপর অত্যাচারের মাত্রাও বেড়ে যায়। তাদের হাতে চট্টগ্রামের বিশিষ্ট গবেষক নোয়াজিশপুরের আব্দুল হক চৌধুরী, তাঁর দুই ছেলে মোহাম্মদ আমিন চৌধুরী ও শহিদুল আমিন চৌধুরী, নুরুল আমিন, দলইনগরের আব্দুল গণি সওদাগর, মোহাম্মদ আলী, গহিরার আয়ুব আলী সওদাগরসহ অনেক নিরীহ মানুষ অমানুষিক নির্যাতনের শিকার হন। [আহমেদ আমিন চৌধুরী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড