গণেশ নাথের পুকুরপাড় বধ্যভূমি ও গণকবর (হোমনা, কুমিল্লা)
গণেশ নাথের পুকুরপাড় বধ্যভূমি ও গণকবর (হোমনা, কুমিল্লা) উপজেলা সদর থেকে শ্রীমতীর রাস্তায় পুরাতন ডাকবাংলোর নিকট অবস্থিত। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী এ বধ্যভূমিতে বহুসংখ্যক মানুষকে হত্যা করে।
হানাদার বাহিনী বর্তমানে ভরাটকৃত গণেশ নাথের এ পুকুরপাড়ে অসংখ্য বাঙালিকে হত্যা করে মাটিচাপা দেয়। জুলাই মাসের শেষের দিকে তারা কালমিনা ও আশপাশের ঘাগুটিয়া, আলীপুর ও দড়িরচর থেকে ১০ জন নিরীহ মানুষকে ধরে এনে অকথ্য নির্যাতনের পর এখানে হত্যা করে। এর মধ্যে ছিলেন জাহেদ আলী, মুখলেছুর রহমান, সিরাজ ভূঁইয়া, আলেক মিয়া প্রমুখ। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তারা চম্পকনগর ও রঘুনাথপুরের নিকট থেকে ১০-১৫ জনকে ধরে এনে জীবন্ত পুঁতে রাখে। সেপ্টেম্বর মাসের প্রথমদিকে বাঞ্ছারামপুরগামী একটি ফেরি লঞ্চ থেকে পাকিস্তানি হানাদাররা ২৫-৩০ জন নারী-পুরুষকে আটক করে। মধ্যরাতে পুরুষ ও শিশুদের পুকুরের গর্তের ধারে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে হত্যা করা হয়। পাশবিক নির্যাতনের পর মহিলাদেরও একই পরিণতি ঘটে। দেশ স্বাধীনের পর এ বধ্যভূমি থেকে বহু কঙ্কাল উদ্ধার করা হয়। [মামুন সিদ্দিকী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড