You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সাবেক সেনা কর্মকর্তা গন্ধর্ব সিং নাগরা

গন্ধর্ব সিং নাগরা ভারতীয় সেনাবাহিনীর সাবেক সেনা কর্মকর্তা। ১৯৭১ সালে মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরা ভারতীয় সেনাবাহিনীর ২ মাউন্টেন ডিভিশনের অধিনায়ক ছিলেন। ডিভিশনটি আসাম রাজ্যের চীন সীমান্তে মোতায়েন ছিল।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ভারতীয় মিত্রবাহিনী-র ১০১ কমিউনিকেশন জোনের অধিনায়ক জেনারেল গুরবক্স সিং গিল কামালপুর বিওপি মুক্তকরণ অভিযানের সময় মাইন বিস্ফোরণে আহত হন। এ কারণে ভারতীয় সেনাবাহিনীর সদর দপ্তরের নির্দেশে ৫ই ডিসেম্বর ১০১ কমিউনিকেশন জোনের অধিনায়ক হিসেবে নিয়োগ পান মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরা। তিনি তাঁর অধীনস্থ ৯৫ ব্রিগেড গ্রুপ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কামালপুর, বকশীগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইল শত্রুমুক্ত করেন। ১৫ই ডিসেম্বর সন্ধ্যায় তিনি ঢাকার মিরপুর পুলের কাছে পৌছেন। তিনি ১৬ই ডিসেম্বর সকাল ১১টায়
পাকিস্তান সেনাবাহিনীর অধিনায়ক লে. জেনারেল এ এ কে নিয়াজীকে আত্মসমর্পণের জন্য পত্র প্রেরণ করেন এবং ভারতীয় সেনাবাহিনীর অল্পসংখ্যক সৈন্য ও অফিসারকে নিয়ে ঢাকা সেনানিবাসে জেনারেল নিয়াজীর সদর দপ্তরে প্রবেশ করে নিয়াজীকে আত্মসমর্পণ করতে রাজি করান। জেনারেল নাগরা ভারতীয় সেনাবাহিনী ও পাকিস্তান সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি যৌথ দল নিয়ে আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক লে. জেনারেল জগজিৎ সিং অরোরা-কে গার্ড অব অনার প্রদান করেন।
মুক্তিযুদ্ধে বিশিষ্ট অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১২ সালের ১৫ই ডিসেম্বর মেজর জেনারেল (অব.) গন্ধর্ব সিং নাগরা-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!