You dont have javascript enabled! Please enable it!

গয়েশপুর গ্রাম যুদ্ধ (ঝিনাইদহ সদর)

গয়েশপুর গ্রাম যুদ্ধ (ঝিনাইদহ সদর) সংঘটিত হয় ২০শে আগস্ট। এতে ৬ জন রাজাকার- নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
ঝিনাইদহ জেলার সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের অন্তর্গত গয়েশপুর একটি প্রাচীন গ্রাম। ঝিনাইদহ শহর থেকে ৪ কিমি দক্ষিণ-পশ্চিম কোণে এ গ্রামের অবস্থান। মুক্তিযুদ্ধের সময় এ গ্রামে একটি রাজাকার ক্যাম্প স্থাপিত হয়। এ সময় গয়েশপুর, বাড়িবাথান ও বেড়বাড়ি এলাকায় রাজাকারদের বেশ আনাগোনা ছিল। তাদের উৎপাতে স্থানীয় অধিবাসীরা ভীষণ আতঙ্কের মধ্যে দিনাতিপাত করত। রাজাকারদের উপস্থিতির কারণে ঝিনাইদহ শহরের পশ্চিমাঞ্চলে মুক্তিযোদ্ধাদের নিয়মিত অভিযানে বিঘ্ন ঘটছিল। মুক্তিযোদ্ধাদের অভিযানের প্রতিবন্ধকতা দূরীভূত করতে গয়েশপুর রাজাকার ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করা হয় এবং মুক্তিবাহিনী-র একটি গ্রুপ ২০শে আগস্ট রাত ৯টায় গয়েশপুর রাজাকার ক্যাম্প আক্রমণ করে। এতে ৬ জন রাজাকার নিহত ও বেশ কয়েকজন আহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। রাজাকার ক্যাম্প থেকে ৩টি ৩০৩ রাইফেল মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!