গণ্ডগ্রাম ও ভারইল গণহত্যা (গফরগাঁও, ময়মনসিংহ)
গণ্ডগ্রাম ও ভারইল গণহত্যা (গফরগাঁও, ময়মনসিংহ) সংঘটিত হয় ১০ই আগস্ট। এতে ১১ জন মানুষ নৃশংস হত্যার শিকার হন।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের অন্তর্গত গণ্ডগ্রাম ও ভারইল গ্রাম। ১০ই আগস্ট ভোরে পাকবাহিনী এবং রাজাকার- কাদির ও টিন মতিন এদের নেতৃত্বে রাজাকার বাহিনী গফরগাঁও হানাদার ক্যাম্প থেকে এসে গণ্ডগ্রাম ও ভারইলে হামলা চালায়। এদিন পাকবাহিনীর গুলিতে শহীদ হন- বীরেন্দ্র দাস (গণ্ডগ্রাম), আশ্বিকাচরণ দাস (গণ্ডগ্রাম), কালিয়া মোড়ল (ভারইল) ও ইন্তাজ আলী (ভারইল)। এদের নিজ- নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। একই দিন রাসবিহারী মিশ্র (গফরগাঁও ইসলামিয়া হাইস্কুলের হেডপণ্ডিত), নগেন্দ্ৰ চন্দ্র ভৌমিক (বাগুয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক), চিত্তরঞ্জন দাস, আবু দাস, পরমেশ ভৌমিক, বুদু ভৌমিক ও মন্টু ভৌমিককে বাড়ি থেকে ধরে নিয়ে গফরগাঁও ব্রহ্মপুত্র নদের তীরে লঞ্চঘাট বধ্যভূমিতে গুলি করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হয়। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড