You dont have javascript enabled! Please enable it! 1971.06.25 | খোয়াই নদীর পাড় গণহত্যা (চুনারুঘাট, হবিগঞ্জ) - সংগ্রামের নোটবুক

খোয়াই নদীর পাড় গণহত্যা (চুনারুঘাট, হবিগঞ্জ)

খোয়াই নদীর পাড় গণহত্যা (চুনারুঘাট, হবিগঞ্জ) সংঘটিত হয় ২৫শে জুন। এতে ৭ জন সাধারণ মানুষ শহীদ হন।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কাঠোয়ামারা একটি গ্রাম। এ গ্রামে বেশ কয়েকটি বাড়িতে মণিপুরী সম্প্রদায়ের লোক বসবাস করত। ঘটনার দিন পাকসেনারা তাদের দোসর আব্দুন নুর ও অন্য রাজাকার-দের নিয়ে এ গ্রামে হানা দেয় এবং আতেন সিং, কুল চন্দ্র সিং, কৃষ্ণমোহন সিং, অক্ষয় কুমার সিং ও নরন্দ্রে কুমার সিংকে ধরে চুনারুঘাট পাকসেনা ক্যাম্পে নিয়ে যায়। এদের সঙ্গে গাজীপুর গ্রামের আব্দুন নুর ও আব্দুল হাইকেও চুনারুঘাটের খোয়াই নদীর তীরে নিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। [মিলন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড