You dont have javascript enabled! Please enable it! 1971.11.13 | খোলাবোনা গণহত্যা (পবা, রাজশাহী) - সংগ্রামের নোটবুক

খোলাবোনা গণহত্যা (পবা, রাজশাহী)

খোলাবোনা গণহত্যা (পবা, রাজশাহী) সংঘটিত হয় ১৩ই নভেম্বর। এতে ১৪ জন সাধারণ মানুষ শহীদ হন। খোলাবোনা রাজশাহী জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের একটি গ্রাম। ১৯৭১ সালের ১৩ই নভেম্বর পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর বাহিনী এ গ্রামে নৃশংস গণহত্যা চালায়। তারা ১৪ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে।
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক ধরে পাকবাহিনী নিয়মিত তাদের ট্রুপস নিয়ে যাতায়াত করত। ১৩ই নভেম্বর গভীর রাতে মুক্তিবাহিনী রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের খোলাবোনা নামক স্থানে পাকসেনাদের টহলগাড়ি এম্বুশ করে। এর জের হিসেবে হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার-আলবদর বাহিনী ভোররাতে গ্রামে গণহত্যা চালায়। গ্রামের লোকদের যেখানে যাকে যেভাবে পেয়েছে সেখানেই তাকে তারা গুলি করে হত্যা করে। নির্বিচারভাবে গ্রামের বাড়িঘর পুড়িয়ে দেয়। এভাবে গ্রামে সারাদিন নৃশংসতা চালিয়ে হানাদারবাহিনী সূর্যাস্তের আগে রাজশাহীতে ফিরে যায়। যাওয়ার আগে নিজেরাই গর্ত করে লাশগুলো বেলুয়া খোলাবোনা নামক স্থানে মাটিচাপা দেয়। গণহত্যার শিকার শহীদরা হলেন- মো. সামাইন মোল্লা (পিতা সেকান্দার সরকার), মো. জারজিস আলী (পিতা সেকান্দার সরকার), মো. আব্দুস সামাদ (পিতা আবুল হোসেন), মো. মনসুর রহমান (পিতা মো. সাজেদুর রহমান), মো. খলিলুর রহমান (পিতা নুর মোহাম্মদ মণ্ডল), মো শাহজাহান আলি (পিতা জকি মোড়ল), মো. আসাদ আলি (পিতা জকি মড়ল), সেরাজুল ইসলাম, মো. ইসলাম, মো. আনেস উদ্দীন, মো. নাকিম উদ্দিন, মো. সাজেদুর রহমান, কাশেম আলি ও মো. এমাজউদ্দিন। [হোসনে আরা খানম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড