You dont have javascript enabled! Please enable it!

খাসিমারা যুদ্ধ (মেলান্দহ, জামালপুর)

খাসিমারা যুদ্ধ (মেলান্দহ, জামালপুর) সংঘটিত হয় ১৫ই অক্টোবর। এতে দুজন কৃষক শহীদ হন।
১৯৭১ সালে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের অন্তর্গত খাসিমারা গ্রামটি ছিল নিম্নাঞ্চল ও পশ্চাৎপদ। রাস্তাঘাট ছিল কাঁচা ও অপ্রশস্ত, যা যাতায়াতের উপযোগী ছিল না। বেশির ভাগ সময় নৌকাযোগে যাতায়াত করতে হতো। মুক্তিযোদ্ধারা জুন মাস থেকেই এ গ্রামে যাতায়াত শুরু করেন। মেলান্দহের শেষ সীমা এবং মাদারগঞ্জের পাশে বিনেতটংগী হাইস্কুল মাঠে তাঁদের একটি ক্যাম্প ছিল।
১৫ই অক্টোবর বেলা ১২টার দিকে পাকসেনারা খাসিমারা গ্রামে প্রবেশ করে। এ গ্রামের কৃষিজীবী ও পাট ব্যবসায়ী মুজিবুর রহমান সরকারের বাড়িতে তখন ১৫ জনের মতো মুক্তিযোদ্ধা অবস্থান করছিলেন। পাকবাহিনীর আগমনের খবর পেয়ে তাঁরা খাসিমারা প্রাথমিক বিদ্যালয়ের কাছে প্রতিরোধ গড়ে তোলেন। প্রায় দুঘণ্টা থেমে-থেমে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ-যুদ্ধে বানিয়াবাড়ি গ্রামের কৃষক মঈনুদ্দিন সরকার (৫০) ও পুঠিবাড়ি গ্রামের কৃষক দেরাজ মণ্ডল (৪০) শহীদ হন। নভেম্বর মাসে খাসিমারায় পুনরায় উভয় পক্ষের মধ্যে সম্মুখ যুদ্ধ হয়। এ-যুদ্ধে পাকবাহিনী ও রাজাকাররা পিছু হটতে বাধ্য হয়। [শাহ খায়রুল বাশার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!