You dont have javascript enabled! Please enable it! 1971.10.15 | খাসিমারা যুদ্ধ (মেলান্দহ, জামালপুর) - সংগ্রামের নোটবুক

খাসিমারা যুদ্ধ (মেলান্দহ, জামালপুর)

খাসিমারা যুদ্ধ (মেলান্দহ, জামালপুর) সংঘটিত হয় ১৫ই অক্টোবর। এতে দুজন কৃষক শহীদ হন।
১৯৭১ সালে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের অন্তর্গত খাসিমারা গ্রামটি ছিল নিম্নাঞ্চল ও পশ্চাৎপদ। রাস্তাঘাট ছিল কাঁচা ও অপ্রশস্ত, যা যাতায়াতের উপযোগী ছিল না। বেশির ভাগ সময় নৌকাযোগে যাতায়াত করতে হতো। মুক্তিযোদ্ধারা জুন মাস থেকেই এ গ্রামে যাতায়াত শুরু করেন। মেলান্দহের শেষ সীমা এবং মাদারগঞ্জের পাশে বিনেতটংগী হাইস্কুল মাঠে তাঁদের একটি ক্যাম্প ছিল।
১৫ই অক্টোবর বেলা ১২টার দিকে পাকসেনারা খাসিমারা গ্রামে প্রবেশ করে। এ গ্রামের কৃষিজীবী ও পাট ব্যবসায়ী মুজিবুর রহমান সরকারের বাড়িতে তখন ১৫ জনের মতো মুক্তিযোদ্ধা অবস্থান করছিলেন। পাকবাহিনীর আগমনের খবর পেয়ে তাঁরা খাসিমারা প্রাথমিক বিদ্যালয়ের কাছে প্রতিরোধ গড়ে তোলেন। প্রায় দুঘণ্টা থেমে-থেমে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ-যুদ্ধে বানিয়াবাড়ি গ্রামের কৃষক মঈনুদ্দিন সরকার (৫০) ও পুঠিবাড়ি গ্রামের কৃষক দেরাজ মণ্ডল (৪০) শহীদ হন। নভেম্বর মাসে খাসিমারায় পুনরায় উভয় পক্ষের মধ্যে সম্মুখ যুদ্ধ হয়। এ-যুদ্ধে পাকবাহিনী ও রাজাকাররা পিছু হটতে বাধ্য হয়। [শাহ খায়রুল বাশার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড