খারঘর যুদ্ধ (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া)
খারঘর যুদ্ধ (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া) ১০ই অক্টোবর সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এ-যুদ্ধে ৪৩ জন সাধারণ মানুষ শহীদ হন। ১০ই অক্টোবর সকালবেলা হানাদার বাহিনী পাগলিনী নদী থেকে খারঘর গ্রাম আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা প্রথমে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। হানাদারদের ভারী অস্ত্রের সামনে টিকতে না পেরে মুক্তিযোদ্ধারা পিছু হটেন। তেমন কোনো প্রতিরোধের সম্মুখীন না হওয়ায় হানাদার বাহিনী যুদ্ধের এ পর্যায়ে খারঘর গ্রামে গণহত্যা চালায়। ৪৩ জন নারী, পুরষ ও শিশু তাদের এ গণহত্যার শিকার হয়। তারা এ-সময় গ্রামে নারীদের ওপর নির্যাতন এবং অনেক বাড়িঘরে লুণ্ঠন চালায়। যুদ্ধের পর শহীদদের ২টি গণকবরে সমাহিত করা হয়। [মো. শাহজাহান সোহেল]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড