খাটিয়ালপাড়া গণহত্যা (উজিরপুর, বরিশাল)
খাটিয়ালপাড়া গণহত্যা (উজিরপুর, বরিশাল) সংঘটিত হয় ১৭ই অক্টোবর। এতে ৮ জন নিরীহ মানুষ শহীদ হন। পাকিস্তানি বাহিনী ১৭ই অক্টোবর বড়াকোঠা দরগাবাড়ি গণহত্যা শেষে দুপুর ২টায় খাটিয়ালপাড়া গ্রামে আক্রমণ চালিয়ে ব্যাপক নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে এবং গণহত্যা চালায়। তাদের সহযোগী ছিল স্থানীয় রাজাকার- ও আলবদর বাহিনী। পাকিস্তানি বাহিনীর ২টি গানবোট খাটিয়ালপাড়া গ্রামের বালা বাড়ির খালের ঘাটে থামিয়ে বালা বাড়ি ও হাওলাদার বাড়িতে গণহত্যায় অংশ নেয়। লুটপাট, অগ্নিসংযোগ ও গণহত্যার পর হানাদার বাহিনী যশোমতি হালদার (৩২) (স্বামী নিশিকান্ত হালদার)-কে ক্যাম্পে নিয়ে নির্যাতন করে। খাটিয়ালপাড়া গণহত্যায় একই বাড়িতে অবস্থানরত গৌরনদীর দুজন ধর্মযাজকসহ মোট ৮ জন গ্রামবাসী শহীদ হন। তারা হলেন- সতীশ চন্দ্র বালা (৫০) (পিতা অনন্ত বালা; পল্লিচিকিৎসক), তারকচন্দ্র হালদার (৫৫) (কৃষক), সুরেশ বালা (৫৫) (পিতা গুরুচরণ বালা; কৃষক), সোনামদ্দি হালদার (৪০) (পিতা সংশর হালদার; শ্রমিক), নিশিকান্ত হালদার (৪০) (পিতা মদন হালদার; কৃষক), জগবন্ধু হালদার (৬৫) (পিতা মনিরাম কৃষ্ণ হালদার; সমাজপতি), সাধু যোগেশ আনন্দ গোস্বামী (৬৫) (আশোকাঠী, গৌরনদী; ধর্মযাজক) ও যোগেশ আনন্দ গোস্বামীর ছেলে (ধর্মযাজক)। [মনিরুজ্জামান শাহীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড