খাজুরা বধ্যভূমি (যশোর সদর)
খাজুরা বধ্যভূমি (যশোর সদর) যশোর সদর থেকে ৭- ৮ কিলোমিটার দূরে চিত্রা নদীর তীরে অবস্থিত। পাকহানাদাররা রাতের বেলা বাঙালিদের ধরে এনে খাজুরা স্কুল মাঠে আটক করে রাখত এবং নানা ধরনের অত্যাচারের পর তাদের গুলি করে কিংবা জবাই করে হত্যা করত। রাতের বেলা এখান থেকে যেমনি গুলির আওয়াজ শোনা যেত, তেমনি সকালবেলা বিভিন্ন বয়সী মানুষের লাশ পড়ে থাকতে দেখা যেত। এখানে কতজন লোককে হত্যা করা হয়েছে তা নির্দিষ্ট করে আজ আর জানার কোনো উপায় নেই। [মহসিন হোসাইন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড