খাটারা পুল বধ্যভূমি ও গণকবর (নরসিংদী সদর)
খাটারা পুল বধ্যভূমি ও গণকবর (নরসিংদী সদর) খাটারা পুল ছিল হানাদার বাহিনীর একটি নির্যাতনকেন্দ্র, বধ্যভূমি ও গণকবর। হায়েনার দল পার্শ্ববর্তী এলাকা থেকে তরুণ-তরুণী, ছেলে-বুড়ো নির্বিচারে সকলকে ধরে এনে এখানে তাদের ওপর নির্যাতন চালাত। নির্যাতনের পর তাদের হত্যা করে লাশগুলো পুলের আশে-পাশে মাটিচাপা দিয়ে রাখা হতো। এ পুলের চারদিকে বহু নরকঙ্কাল ও মাথার খুলি অনেক দিন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। স্থানীয় সমাজকর্মীরা অনুসন্ধান চালিয়ে পুলের আশেপাশের জমি থেকে অনেক কঙ্কাল উদ্ধার করেন। সেসবের মধ্যে মহিলাদের কঙ্কালও পাওয়া যায়। কঙ্কালগুলোর আশেপাশে পাওয়া পোশাক-পরিচ্ছদ, অলঙ্কার ইত্যাদি দ্বারা নিহতদের কয়েকজনকে সনাক্ত করা সম্ভব হয়েছে। বিভিন্ন এলাকা থেকে যুবতীদের ধরে এনে হানাদাররা নরসিংদী টেলিফোন এক্সচেঞ্জে নিজেদের পাশবিক প্রবৃত্তি চরিতার্থ করত। যারা নরপশুদের কাছে আত্মসমর্পণ না করত, তাদের হত্যা করে সেই মৃতদেহের ওপর পাশবিক প্রবৃত্তি চরিতার্থ করে লাশগুলো ফেলে দেয়া হতো।
নরসিংদী টেলিফোন এক্সচেঞ্জে নরপশুরা একটি ক্যাম্প খুলেছিল। এখান থেকে তারা দালালদের সাহায্যে রাতে গ্রামে হানা দিয়ে বাঙালি নর-নারীদের ধরে আনত। তারপর তাদের ওপর চালাত বর্বর নির্যাতন। নির্যাতন শেষে তাদের এই খাটারা পুলের কাছে এনে হত্যা করে পুলের নিচে মাটিচাপা দিত। [মুহম্মদ ইমাম উদ্দিন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড