বীর বিক্রম খন্দকার মতিউর রহমান
খন্দকার মতিউর রহমান, বীর বিক্রম (১৯২৯-১৯৯৮) সুবেদার ও বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯২৯ সালে নরসিংদী জেলার ভোলানগরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম খন্দকার সদর উদ্দিন আহমেদ এবং মাতার নাম জমিলা খাতুন।
খন্দকার মতিউর রহমান ইপিআর বাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে তিনি এ বাহিনীতে সুবেদার পদে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে অন্য বাঙালি সৈনিকদের মতো তিনিও দেশমাতৃকাকে রক্ষার তাগিদে ইপিআর বাহিনী থেকে সরাসরি মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি ৩ নম্বর সেক্টরে মেজর কে এম সফিউল্লা, বীর উত্তম-এর অধীনে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি পাকবাহিনীর অ্যামুনেশন ডিপো দখল করে বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেন।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়। খন্দকার মতিউর রহমান ৩ কন্যা ও ৪ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম নাজমা বেগম। ১৯৯৮ সালে তিনি মৃত্যুবরণ করেন। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড