কোটচাঁদপুর ফুড গোডাউন যুদ্ধ (কোটচাঁদপুর, ঝিনাইদহ)
কোটচাঁদপুর ফুড গোডাউন যুদ্ধ (কোটচাঁদপুর, ঝিনাইদহ) সংঘটিত হয় আগস্ট মাসে। এতে প্রতিপক্ষ রাজাকাররা পিছু হটে।
কোটচাঁদপুর ফুড গোডাউনটি কোটচাঁদপুর প্রধান বাসস্ট্যান্ড ও রেলস্টেশন সংলগ্ন এবং যোগাযোগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। ১৯৫২ সালে ১.৫ একর জমির ওপর এটি প্রতিষ্ঠিত হয়। জুলাই মাসের দিকে গেরিলা আক্রমণ শুরু হলে পাকিস্তানি বাহিনীর নির্বিঘ্নে চলাচল ও যোগাযোগের জন্য রাজাকাররা এটিকে ক্যাম্প হিসেবে ব্যবহার করে। তারা সড়ক ও রেল যোগাযোগের নিরাপত্তার জন্য এ ক্যাম্পে অবস্থান করত।
ফুড গোডাউনে রাজাকারদের অবস্থানের কারণে মুক্তিযোদ্ধাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধারা স্থানীয় লোকদের সহায়তায় রাজাকারদের অবস্থান সম্পর্কে জ্ঞাত হয়। এরপর আগস্ট মাসের দিকে তাঁরা ফুড গোডাউন আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেন। ঘটনার দিন রাত দুটার দিকে ১৮-১৯ মুক্তিযোদ্ধা তালসার হতে ফুড গোডাউনের নিকট পৌঁছলে রাজাকাররা তা টের পেয়ে মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধারাও ফুড গোডাউনের উত্তর দিক থেকে ফায়ার ওপেন করেন। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী যুদ্ধ চলে। এক পর্যায়ে রাজাকাররা পিছু হটে এবং গোডাউন হানাদারমুক্ত হয়। [দেব নারায়ণ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড