কোমারডোগা গণহত্যা (চৌদ্দগ্রাম, কুমিল্লা)
কোমারডোগা গণহত্যা (চৌদ্দগ্রাম, কুমিল্লা) ২রা জুলাই সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর এ গণহত্যায় ৮ জন সাধারণ মানুষ শহীদ হন।
২রা জুলাই মিয়াবাজার-ফুলতলি সড়কে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি গাড়ি বহরের ওপর মুক্তিযোদ্ধারা আক্রমণ চালালে একজন লেফটেন্যান্ট কর্নেলসহ ৩ জন পাকিস্তানি অফিসার ও ২১ জন সৈন্য নিহত হয়। এ খবর কুমিল্লায় পৌঁছলে পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্রসহ মিয়াবাজারের দিকে অগ্রসর হয় এবং রাস্তার উভয় পাশের জনবসতির প্রচুর ক্ষতিসাধন করে। এ-সময় তারা কোমারডোগা গ্রামের ৮ জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। তারা চান্দশ্রী, কোমারডোগা, আশ্রাফপুর, প্রতাপপুর, বেলঘর, জগমোহনপুর, শিবের বাজার, মিয়াবাজার ও ঘাসিগ্রামের অনেকগুলো বাড়িঘর এবং বাজারের দোকানপাট আগুনে পুড়িয়ে দেয়। [মোতাহার হোসেন মাহবুব]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড