You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ব্যবসায়ী ও সমাজসেবী কৃপেশ রঞ্জন ঘোষ

কৃপেশ রঞ্জন ঘোষ (১৯২৮) ভারতের ব্যবসায়ী ও সমাজসেবী। তিনি ১৯২৮ সালের ১৪ই মার্চ পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। দেশবিভাগের পর ১৯৫০ সালে তিনি জীবিকার সন্ধানে ভারতের মেঘালয়ের ডাউকিতে গমন করেন। সেখানে তিনি প্রথমে দর্জি হিসেবে কাজ শুরু করলেও ধীরে-ধীরে ঠিকাদারি ব্যাবসা শুরু করেন এবং এরপর তিনি প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে শিলংয়ের বেশকিছু গুরুত্বপূর্ণ ভবন নির্মাণের কাজ সম্পন্ন করেন। পুষ্পপ্রেমী কৃপেশ রঞ্জন ঘোষ শিলং এগ্রি-হর্টিকালচার সোসাইটির জীবনসদস্য ছিলেন। তাছাড়াও তিনি বেশকিছু সামাজিক ও ধর্মীয় সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে কৃপেশ রঞ্জন ঘোষ ডাউকিতে মুক্তিসংগ্রাম সহায়ক সমিতি গঠন করেন। প্রথম থেকেই তিনি সীমান্তবর্তী ডাউকি শহরে শরণার্থীদের সেবায় নিজেকে নিয়োজিত করেন। ডাউকিতে তাঁর দুটি বাড়িতেই তিনি শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের থাকার বন্দোবস্ত করেন। ডাউকিস্থ তাঁর একটি বাড়ি মুক্তিবাহিনীর শিবির হিসেবে ব্যবহৃত হতো এবং সেখানে মুক্তিবাহিনীর অস্ত্র, রসদ সামগ্রী মজুত করা হতো। এটি বিশ্রাম শিবির হিসেবেও ব্যবহৃত হতো। তাঁর প্রতিষ্ঠানের ট্রাক দিয়ে শিলং থেকে খাবার, ওষুধ ও কাপড় এনে সেগুলো তিনি শরণার্থী শিবির-এ বিতরণ করতেন। তিনি মুক্তিসংগ্রাম সহায়ক সমিতির মাধ্যমে মুক্তিযোদ্ধা, শরণার্থী ও ভারতীয় জনগণের মধ্যে নিয়মিত প্রচারপত্র বিলি করতেন। তাঁর অনুপ্রেরণায় মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের জন্য ডাউকিতে একটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র স্থাপিত হয়। তিনি ও তাঁর সহকর্মীরা আহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের শিলংয়ের সিভিল হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করতেন এবং তাঁদেরকে সাহায্য করতেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ কৃপেশ রঞ্জন ঘোষ-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!