You dont have javascript enabled! Please enable it! কুড়িগ্রাম থানাপাড়া বধ্যভূমি (কুড়িগ্রাম সদর) - সংগ্রামের নোটবুক

কুড়িগ্রাম থানাপাড়া বধ্যভূমি (কুড়িগ্রাম সদর)

কুড়িগ্রাম থানাপাড়া বধ্যভূমি (কুড়িগ্রাম সদর) কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত। এখানে অনেক মানুষকে হত্যা করা হয়।
কুড়িগ্রাম শহর ধরলার করাল গ্রাসে বিলীন হলে থানা, আদালত ও প্রশাসন কার্যক্রম সাময়িকভাবে বিভিন্ন বাসাবাড়িতে সরিয়ে নিতে হয়। ৬০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত পূরাতন শহরের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জীব করঞ্জাই-এর বাড়িতে থানার কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তী সময়ে থানা স্থানান্তরিত হলেও সঞ্জীব বাবুর বাড়িতে পূর্বে থানা থাকার কারণেই পাড়াটির নাম হয় থানাপাড়া। থানার জন্য ব্যবহৃত ঐ বাড়িতে জলের চাহিদা নিবারণের জন্য বড় একটি কুয়া (ইন্দারা) ছিল। থানা অফিসটি স্থানান্তরিত হলেও কুয়াটি বহাল ছিল। থানার জন্য ব্যবহৃত ভবনটির পাশেই ছিল সঞ্জীব করঞ্জাই-এর ব্যবসায়িক বড় গোডাউন ঘর, যেখানে পাকবাহিনীর ক্যাম্প ছিল। ঐ ক্যাম্পে অনেক নিরীহ বাঙালিকে ধরে এনে নির্যাতনের পর হত্যা করা হয়। নিহতদের অনেকের লাশ ঐ কুয়ায় ফেলে দেয়া হয়। কাউকে-কাউকে আবার অত্যাচারের পর হাত-পা বেঁধে জীবন্ত অবস্থায় ঐ কুয়ায় ফেলে দিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের পেছনে পাকিস্তানি বাহিনী ছাড়াও স্থানীয় স্বাধীনতাবিরোধীদের ভূমিকা ছিল। [এস এম আব্রাহাম লিংকন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড