কাশিপুর বধ্যভূমি (রাণীশংকৈল, ঠাকুরগাঁও)
কাশিপুর বধ্যভূমি (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ঝাড়বাড়ি নামক স্থানে অবস্থিত। মার্চ থেকে মে মাসের মধ্যে পাকবাহিনী, রাজাকার- ও বিহারিরা এখানে অনেক নিরীহ মানুষকে হত্যা করে। রানীশংকৈল উপজেলার বিভিন্ন গ্রাম থেকে স্বাধীনতার পক্ষের লোকজনকে ধরে এনে এখানে হত্যা করা হয়। এখানে হত্যার শিকার ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন— লোকমান দেওয়ানী (পিতা ফজলে হক মণ্ডল, চিকনি), নিজামউদ্দিন মণ্ডল (পিতা মো. জাফর আলী মণ্ডল, ভরনিয়া), ডা. মো. দবিরউদ্দিন (পিতা ধনী মোহাম্মদ, পাটাগড়া), মো. তফাজুল হক (পিতা কলিমউদ্দিন, কাদিহাট), ঢেমরু ও তার ভাই। কাশিমপুর বধ্যভূমিতে হত্যাকাণ্ড পরিচালনায় অবসরপ্রাপ্ত হাবিলদার মেজর সিদ্দিকুর রহমান, কাবলি, তার ছেলে ইমাম ও জাহিম এবং প্রাক্তন সুবেদার আব্দুর রহমান পাকসেনাদের বিশেষভাবে সহযোগিতা করত। [ওসমান গনি]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড