You dont have javascript enabled! Please enable it! 1971.06.27 | কাশীপুর যুদ্ধ (ঝিকরগাছা, যশোর) - সংগ্রামের নোটবুক

কাশীপুর যুদ্ধ (ঝিকরগাছা, যশোর)

কাশীপুর যুদ্ধ (ঝিকরগাছা, যশোর) সংঘটিত হয় ২৭শে জুন। এতে ১২ জন পাকসেনা ও ২ জন আলশামস সদস্য নিহত হয়। অপরপক্ষে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
ঘটনার দিন বিকেলে কাশীপুর ব্রিজের কাছে যশোর সেনানিবাস থেকে পাকহানাদার বাহিনী ও রেঞ্জার্সের ১০০ জনের একটি দল মুক্তিযোদ্ধাদের সন্ধানে আসে। মুক্তিযোদ্ধারা আগে থেকে এ খবর পেয়ে ব্রিজের পাশে পজিশন নেন। হানাদার বাহিনী তাঁদের আওতার ভেতরে এলেই মুক্তিযোদ্ধারা গুলি ছোড়া শুরু করেন। শুরু হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর সম্মুখ যুদ্ধ। দীর্ঘক্ষণ উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ চলে। এক পর্যায়ে পাকিস্তানি বাহিনী পিছু হটে গঙ্গানন্দপুর পালিয়ে যায়। এ-যুদ্ধে পাকবাহিনীর একজন লেফটেন্যান্টসহ ১২ জন পাকিস্তানি সৈন্য ও ২ জন আলশামস বাহিনীর সদস্য মারা যায়। মুক্তিযোদ্ধারা হানাদারদের ব্যবহৃত একটি গাড়ি ধ্বংস করে দেন। এখান থেকে পাকিস্তানের দালাল আয়েনউদ্দিনকে আটক করা হয়। এ-যুদ্ধে মুক্তিযোদ্ধা সুবেদার মনিরুজ্জামান শহীদ এবং আরব আলী আহত হন। শহীদ মনিরুজ্জামানকে কাশিপুর সীমান্তে সমাহিত করা হয়। মুক্তিযোদ্ধারা হানাদারদের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র রণাঙ্গন থেকে উদ্ধার করে নিজেদের দখলে নেন। [ফখরে আলম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড